বলিউড বাদশা শাহরুখ খানের গৌরী আছেন, আমির খানও পেয়ে গেছেন নিজের গৌরী! এবার কি সালমান খানের গৌরী খোঁজার পালা?
৬০ বছর বয়সে নতুন প্রেমে পরেছেন বলিউড পারফেক্টশনিস্ট। প্রেমিকার নাম গৌরী। একেতো নতুন প্রেম, তাই সম্প্রতি একটু বেশিই উড়ছেন আমির। প্রেমিকাকে পরিচয় করাতে যেন তার তর সইছিলো না। বন্ধু শাহরুখ এবং সালমানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন প্রেমিকাকে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে গৌরীকে মিডিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন আমির। সেখানেই তিনি শেয়ার করেন একটি ঘটনা। এই অভিনেতা জানান, তিনি শাহরুখ খান এবং সালমান খানের সঙ্গে গৌরীকে নিয়ে দেখা করেছেন। এ সময় তাকে মজা করে প্রশ্ন করা হয়, শহরুখের গৌরী আছে, আপনারও একজন গৌরী হলো, এবার কি সালমানেরও উচিত গৌরী খোঁজা।
এই অভিনেতাও মজার ছলে উত্তর দেন। তিনি দুঃখ প্রকাশের নকল ভঙ্গি করে, একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘এখন সালমান কি পাবে?’ একই অনুষ্ঠানে ‘সিতারে জামিন পার’ অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়, এখন কি তাহলে সালমানের উচিত আমির ও শাহরুখের কাছ থেকে ডেটিং পরামর্শ নেওয়া? আমির এবারও একটু মজা করে উত্তরে বলেন, ‘সালমান জানেন তার জন্য কী ভালো!’
বলা প্রয়োজন, আমির খান এবং গৌরী ২৫ বছর ধরে একে অপরকে চেনেন। আমির জানান যে, সময়ের সাথে সাথে তাদের বন্ধন দৃঢ় হয়েছে এবং তারা গত দেড় বছর ধরে সম্পর্কে রয়েছেন।