ঢাকার গুলশানে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) সকালে তিনি গুলশানের ‘ইউএন কমন প্রেমিসেস’ ভবন ঘুরে দেখেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন গুতেরেস। এসময় তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন এবং জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
অনুষ্ঠানে বক্তৃতাকালে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের প্রতি সংস্থাটির সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।
তিনি জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে শিল্প, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমানসহ অন্যান্য বিশিষ্টজন উপস্থিত ছিলেন।