আসিফ (১৭) নামের এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রাজধানীর মিরপুর থানায় মামলাটি রেকর্ড হয়েছে। মামলার বাদী আসিফের পূর্বপরিচিত আমজাদ হোসেন।
মামলার এজাহারে বলা হয়, ১৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর মিরপুর রাব্বানী হোটেলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার মিছিল চলছিল। তখন ছাত্র–জনতার মিছিলে হামলা চালান ২০০ থেকে ৩০০ জন। মিছিলে থাকা আসিফের মাথায় গুলি লাগে। পরে সেনাবাহিনীর সহায়তায় আসিফের নিথর দেহ উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে তাঁকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন রাত ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলায় শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য আতিকুর রহমান, সাবেক মন্ত্রী মির্জা আজম, সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও সাবেক ব্যাংকার চৌধুরী নাফিজ সরাফাতকে আসামি করা হয়েছে।